এনআইটি দুর্গাপুরে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
Job opportunities at NIT Durgapur, how to apply? Know the details

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনআইটি দুর্গাপুর। জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১। সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে নিয়োগ করতে হবে। বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে “www.nitdgp.ac.in” ওয়েবসাইটের দিকে। মাসে ফেলোশিপ বাবদ ভাতা মিলবে ২৫ হাজার টাকা করে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কনস্ট্রাকশন টেকনোলজিতে এমটেক বা এমই ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট/ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমটেক বা এমই ডিগ্রি থাকতে হবে। কনক্রিট টেকনোলজি বা কনস্ট্রাকশন মেটিরিয়াল বা পেভমেন্ট মেটিরিয়াল নিয়ে কাজ করলে অগ্রাধিকার দেওয়া হবে।
বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ওয়েবসাইট বা ইমেইল মারফত বাছাই করা চাকরিপ্রার্থীদের জানানো হবে। ৩১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র ও গুগল ফর্ম পূরণ করে ইমেইল আইডি ([email protected]) মারফত অনলাইনে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, ঠিকানা, পরিচয়পত্র, জন্মতারিখ, ফোন ও মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র, গবেষণাপত্র ইমেইল করতে হবে।