চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগ

Jadavpur University

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিভাগে ১৯টি শূন্যপদে অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর বা সহযোগী অধ্যাপক, অ্যাসিসট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র সমেত ২০২৪ সালের ২২ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডাকযোগে আবেদন পাঠাতে হবে। বিশদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

অধ্যাপক পদে শূন্যপদ ৫টি। বিষয় (বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস ও আর্কিটেকচার)। বেতন মিলবে মাসে ১,৪৪,২০০ টাকা।

অ্যাসোসিয়েট অধ্যাপক পদে শূন্যপদ ৭টি। বিষয় (অর্থনীতি, ইতিহাস, স্কুল অফ এনার্জি স্টাডিজ, আর্কিটেকচার)। বেতন মিলবে মাসে ১,৩১,৪০০ টাকা করে।

অ্যাসিসট্যান্ট অধ্যাপক পদে শূন্যপদ ৭টি। বিষয় (কম্প্যারাটিভ লিটারেচার, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশন ও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং)। বেতন মিলবে মাসে ৫৭,৭০০ টাকা করে।

সাধারণ ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য বাবদ দিতে হবে।

অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড মারফত আবেদনমূল্য জমা দেওয়া যাবে। এছাড়াও নগদে ফি পেমেন্ট চালান কেটে ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। ফি পেমেন্ট চালান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- “The Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C Mallick Road, Jadavpur, Kolkata-700032″। বন্ধ খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে ” POST APPLIED FOR—ADVERTISEMENT”

Related Articles