বিরাট খবর ! রাজ্য পুলিশের হাজারেরও বেশি শূন্য পদে আবার নিয়োগ
Great news! More than 1000 vacant posts of state police re-recruited

The Truth Of Bengal, Mou Basu : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ASI ও LASI পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য prb.wb.gov.in অথবা wbpolice.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। উক্ত ওয়েবসাইটে নির্দিষ্ট অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নিজের সাম্প্রতিক রঙিন ছবি, পরিষ্কার সাদা কাগজে নিজের স্বাক্ষর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
মোট শূন্যপদ— ১১৭৮ টি।
শিক্ষাগত যোগ্যতা— ১ জানুয়ারি ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের যেকোনো বিভাগে নূন্যতম ৫ বছরের সার্ভিস সম্পূর্ণ করা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মহিলা কনস্টেবল পদে কর্মরত প্রার্থীরা কেবলমাত্র LASI পদের জন্য আবেদন জানাতে পারবেন।
১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। পাশ মার্কস ৪০।১৮-২৪ এপ্রিল আবেদনপত্র সংশোধন করা যাবে।