চাকরি

ইন্টারভিউতে সফল হতে আচার আচরণ কেমন হওয়া উচিত জানেন?

Do you know how to behave in order to be successful in the interview?

The Truth Of Bengal, Mou Basu: শিক্ষা জীবন শেষ করে একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে আজকের যুব সম্প্রদায়। চাকরি পাওয়ার প্রথম ধাপ হল ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউ পর্ব সফল ভাবে উতরে যেতে ইন্টারভিউয়ের সময় সঠিক আচার আচরণও করা দরকার। ইন্টারভিউয়ে পর্বে বডি ল্যাঙ্গুয়েজের ওপর অনেক কিছু নির্ভর করে কে কেমন স্কোর করবেন? নিয়োগকর্তারা চাকরির আবেদনকারীকে কতটা পছন্দ করবেন?

১) ইন্টারভিউয়ের শুরুর ঠিক আগে কোমরে হাত রাখুন বা বুকের কাছে ২ হাত জড়ো করে রাখুন। এই পোজে নার্ভাসনেস কমবে। আত্মবিশ্বাস বাড়বে।

২) ইন্টারভিউ যাঁরা নিচ্ছেন তাঁদের আচার আচরণের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। এতে কথা স্বাভাবিক ভাবে বলতে সুবিধা হবে। আচরণের দিকে নজর রাখুন তবে নকল করবেন না। স্বাভাবিক আচরণ করুন।

৩) ইন্টারভিউ পর্বে আমি নয় আমরার ওপর নজর দিন। আপনি কতটা টিম মেম্বার তা ভালো করে বোঝা যাবে।

৪) আপনাকে কোনো কাজের কথা জিজ্ঞেস করলে জেনুইনলি মন থেকে তাতে ইন্টারেস্ট নিন। এতে আপনি সংস্থা ও কাজের বিষয় আগ্রহী বোঝা যাবে।

৫) কোনো কিছু না জানলে বা একমত না হলে নম্র ভাবে না বলুন।

৬) নিজের সম্বন্ধে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন।

FREE ACCESS

Related Articles