
The Truth Of Bengal: কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ডেল। ইউ এস ভিত্তিক প্রযুক্তি কোম্পানি ডেল এর ঘোষণায় অশনি সংকেত কর্মী মহলে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণেই কর্মী ছাঁটাই হতে চলেছে এই আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ক্রমশকর্মীর সংখ্যা কমছে। তার জেরেই বড় সিদ্ধান্ত এই সংস্থার।
যারা এই মুহূর্তে আন্তর্জাতিক এই বেসরকারি সংস্থায় যাঁরা কর্মরত রয়েছেন তাদের মধ্য থেকে ছাটাই তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। যেখানে গোটা বিশ্বে ডেলের বৃদ্ধি করছে তখন এ ধরনের সিদ্ধান্তকে অন্যভাবে দেখছেন বিশেষজ্ঞ মহলের একটা অংশ। তবে এখনো পর্যন্ত কত কর্মী সংখ্যা ছাঁটাই করা হবে তার কোন নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। তবে এই সংখ্যাটা কয়েক হাজার বলে সূত্রের খবর।
যাদের ছাটাই করা হবে নির্দিষ্ট একটি বেনিফিট দিয়ে সংস্থা থেকে তাদের ছাটাই করা হবে বলে জানা গিয়েছে। একটি ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে ছাটাই সংখ্যা সর্বাধিক ১২৫০০ কর্মচারী হতে পারে। গোটা বিশ্বে রেলের এই নয়া সিদ্ধান্তে পরো প্রভাব পড়ার আশঙ্কা।আগেও কর্মী ছাঁটাই করেছে আন্তর্জাতিক এই প্রযুক্তি সংস্থা। তবে এবারের যে সংখ্যার সামনে আসছে তা বৃহত্তর। বিশ্বের বিভিন্ন দেশে ডেল তাদের সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো বেশি বেশি ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২৩ সালের শুরুর দিকে কর্মী ছাঁটাই হয়েছিল এই সংস্থায়। সেবার ১৩ হাজার চাকরি যায় কর্মীদের। শুধু ডেল নয় ২০২৩ সালে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ২ লক্ষ ৬০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করে। প্রায় দুই হাজারটি প্রযুক্তি কোম্পানি কর্মী ছাটিয়ায় করেছিল। ২০২৪ সালে আবার কর্মী ছাঁটাই এর পথে আসছে প্রযুক্তি কোম্পানিগুলি।