চাকরি

আপার প্রাইমারিতে নভেম্বরেই কাউন্সেলিং

Job News

The Truth of Bengal, Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শূন্যপদ পূরণ করতে বিশেষ উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সহকারী শিক্ষক বা শিক্ষিকা (আপার প্রাইমারি) পদে নিয়োগের জন্য এরমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের সল্ট লেকের অফিসে কাউন্সেলিং চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর কাউন্সেলিং হবে আরবী (বাংলা মাধ্যম স্কুলে), পিয়র সায়েন্স (তেলগু মাধ্যম স্কুলে), উর্দু ও পিয়র সায়েন্স (উর্দু মাধ্যম স্কুলে), পিয়র সায়েন্স (হিন্দি মাধ্যম স্কুলে), পিয়র সায়েন্স (ইংরেজি মাধ্যম স্কুলে)।
৭ ও ৮ নভেম্বর কাউন্সেলিং হবে বাংলা ও ইংরেজি (বাংলা মাধ্যম স্কুলে)।
৯ নভেম্বর কাউন্সেলিং হবে ইংরেজি (নেপালি, ইংরেজি, হিন্দি, উর্দু ও বাংলা মাধ্যম স্কুলে) ও বাংলা (বাংলা ও হিন্দি মাধ্যম স্কুলে)।
১০ ও ২২ নভেম্বর কাউন্সেলিং হবে বায়ো সায়েন্স ও পিয়র সায়েন্স (বাংলা মাধ্যম স্কুলে)। ২৫, ২৮ ও ২৯ নভেম্বর কাউন্সেলিং হবে (বাংলা মাধ্যম স্কুলে)।
২৪ নভেম্বর কাউন্সেলিং হবে ভূগোল (বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দি মাধ্যম স্কুলে), নেপালি (নেপালি মাধ্যম স্কুলে), হিন্দি (বাংলা, হিন্দি ও ইংরেজি মাধ্যম স্কুলে) ও পিয়র সায়েন্স (বাংলা মাধ্যম স্কুলে)।
৩০ নভেম্বর কাউন্সেলিং হবে ইতিহাস (বাংলা, উর্দু, নেপালি ও হিন্দি মাধ্যম স্কুলে) ও পিয়র সায়েন্স (বাংলা মাধ্যম স্কুলে)।
১ ডিসেম্বর কাউন্সেলিং হবে ইতিহাস ও সংস্কৃত (বাংলা মাধ্যম স্কুলে)।
২ ডিসেম্বর কাউন্সেলিং হবে বায়ো সায়েন্স (ইংরেজি, নেপালি, উর্দু ও হিন্দি মাধ্যম স্কুলে) ও সংস্কৃত (বাংলা মাধ্যম স্কুলে)।

প্রতিদিন সকাল ৯টায় রিপোর্টিং টাইম। অর্থাৎ নির্ধারিত দিনে সকাল ৯টা বা তার আগে স্কুল সার্ভিস কমিশনের সল্ট লেকের অফিসে চাকরিপ্রার্থীদের হাজির থাকতে হবে। ৩১ অক্টোবর থেকে কল লেটার ডাউনলোড করা যাবে। বিস্তারিত তথ্য কল লেটার থেকে জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। এছাড়াও কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বহুদিন ধরে জটিলতা চলছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ২০১৪ সালে। একাধিক বিষয় নিয়ে আদালতে মামলা হওয়ায় থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। তবে সমস্ত আইনি জট কাটিয়ে এবার সুষ্ঠু ভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চায় রাজ্য সরকার। সম্প্রতি আদালত থেকে কাউন্সেলিং শুরু করার ছাড়পত্র পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। দেরি না করে তাই তড়িঘড়ি কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Free Access

Related Articles