
The Truth of Bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিধাননগর পুরনিগমে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সরকারি বা আধা সরকারি বা রাষ্ট্রায়ত্ত বা কোনো স্বশাসিত সংস্থা থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ও দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। একটিই শূন্যপদ। চুক্তিভিত্তিক চাকরি। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৮ ডিসেম্বর বেলা ১২টা ওয়াক ইন ইন্টারভিউ হবে এই ঠিকানায়–“বিধাননগর পৌরভবন, ষষ্ঠ তলা, কনফারেন্স হল, এফডি-৪১৫এ, সেক্টর ৩, সল্টলেক, কলকাতা-৭০০১০৬”।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) বয়সসীমা ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ৬২ বছর।
২) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ এগজিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে।
৩) বেতন মিলবে মাসে ৪০ হাজার টাকা করে।
৪) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে বিভিন্ন পুরনিগম বা পুরসভায় ১৫ বছর ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিভিন্ন পুর সংস্থায় ন্যূনতম ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ৫ বছর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬) ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় আগ্রহী চাকরিপ্রার্থীদের সিভি ও প্রয়োজনীয় নথিপত্র আসল ও ২ কপি প্রতিলিপি, ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। অন্য যে প্রতিষ্ঠান থেকে অবসর নিয়েছেন তার প্রমাণপত্র বা পেনশন পেমেন্ট অর্ডার আনতে হবে
৭) বিশদ তথ্যের জন্য নজর রাখুন বিধাননগর পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইট “www.bmcwbgov.in”-এর দিকে।