চাকরি

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১২৬৭ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

1267 Vacancies in Public Sector Banks: How to Apply for Recruitment

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন বিভাগে ১২৬৭ শূন্যপদে স্পেশালিষ্ট অফিসার নিয়োগ করা হবে। ১৭ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।  অনলাইন পরীক্ষার দিন পরে জানানো হবে।

  • চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে শূন্যপদ ১৫০, মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। স্নাতক, মার্কেটিং/এগ্রি বিজনেস/রুরাল ম্যানেজমেন্ট/ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। বয়স হতে হবে ২৪-৩৪ বছর।
  •  এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার পদে শূন্যপদ ৫০, মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। স্নাতক, মার্কেটিং/এগ্রি বিজনেস/রুরাল ম্যানেজমেন্ট/ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। বয়স হতে হবে ২৬-৩৬ বছর।
  •  ম্যানেজার সেলস পদে শূন্যপদ ৪৫০, মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। স্নাতক ডিগ্রি, মার্কেটিং বা সেলসে এমবিএ/পিজিডিএম। বয়স হতে হবে ২৪-৩৪ বছর।
  •  ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদে শূন্যপদ ৭৮, মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। স্নাতক, সিএ/সিএফএ/সিএমএ/ফিনান্সে এমবিএ। বয়স হতে হবে ২৪-৩৪ বছর।
  •  সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদে শূন্যপদ ৪৬, মাসে বেতন মিলবে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। স্নাতক, সিএ/সিএফএ/সিএমএ/ফিনান্সে এমবিএ। বয়স হতে হবে ২৭-৩৭।
  •  সিনিয়র ম্যানেজার এমএসএমই রিলেশনশিপ পদে শূন্যপদ ২০৫, মাসে বেতন মিলবে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। স্নাতক, ফিনান্স/মার্কেটিং/ব্যাঙ্কিংয়ে এমবিএ/পিজিডিএম। বয়স হতে হবে ২৮-৪০ বছর।
  •  হেড, এসএমই সেল পদে শূন্যপদ ১২, মাসে বেতন মিলবে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা। স্নাতক, ফিনান্স/মার্কেটিং/ব্যাঙ্কিংয়ে এমবিএ/পিজিডিএম। বয়স হতে হবে ৩০-৪২ বছর।
  • অফিসার সিক্যুরিটি অ্যানালিস্ট পদে শূন্যপদ ৫, মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে বিই/বিটেক/এমসিএ/এমএসসি। বয়স হতে হবে ২২-৩২ বছর।
  •  সিনিয়র ম্যানেজার-সিক্যুরিটি অ্যানালিস্ট পদে শূন্যপদ ২, মাসে বেতন মিলবে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে বিই/বিটেক/এমসিএ/এমএসসি। বয়স হতে হবে ২৪-৩৪ বছর।
  •  টেকনিক্যাল অফিসার, সিভিল ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৬, মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক। বয়স হতে হবে ২২-৩২ বছর।
  • টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ২, মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।
  • সিনিয়র ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৪, মাসে বেতন মিলবে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৪, মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।
  •  সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক জাভা পদে শূন্যপদ ২৬, মাসে বেতন মিলবে  ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। কম্পিউটার সায়েন্স/তথ্যপ্রযুক্তিতে বিই/বিটেক/এমসিএ। বয়স হতে হবে ২৭-৩৭ বছর।
  •  ক্লাউড ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৬, মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। কম্পিউটার সায়েন্স/তথ্যপ্রযুক্তিতে বিই/বিটেক/এমসিএ। বয়স হতে হবে ২৪-৩৪ বছর।
  • সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিক্যুরিটি অফিসার পদে শূন্যপদ ১, মাসে বেতন মিলবে  ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। বিই/বিটেক/এমসিএ। বয়স হতে হবে ২৭-৩৭ বছর।
  •  চিফ ম্যানেজার ইনফরমেশন সিক্যুরিটি অফিসার পদে শূন্যপদ ১, মাসে বেতন মিলবে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা। বিই/বিটেক/এমসিএ। বয়স হতে হবে ৩০-৪২ বছর।

Related Articles