চাকরি

মাধ্যমিক পাশেই কলকাতা পুর নিগমে ১১৮ শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ

118 Vacancies of Health Worker in Calcutta Municipal Corporation on secondary side

The Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিক পাশেই কলকাতা পুর নিগম (কেএমসি)-তে চাকরির সুযোগ মিলবে। কলকাতা পুর নিগমে ১১৮টি শূন্যপদে Honorary Health Workers (HHW) নিয়োগ করা হবে। কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট মারফত ২৯ ফেব্রুয়ারি মারফত অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চশিক্ষিতরাও আবেদনের যোগ্য। তবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচ্য। মাধ্যমিকে প্রতিটি বিষয় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। সামাজিক কাজে উৎসাহ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।

বয়স হতে হবে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদনপত্র ও আবেদনমূল্য জমা দিতে হবে। কম্পিউটার স্ক্রিনে যে রেজিষ্ট্রেশন স্লিপ জেনারেট হবে তা ভবিষ্যতের কাজের জন্য রেখে দিতে হবে। প্রিন্ট আউট নিয়ে নেবেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থী বাছাই করা হবে।

আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড/ শংসাপত্র (বয়সের প্রমাণপত্র), আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড (ঠিকানার প্রমাণপত্র), মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তপশিলি জাতি, উপজাতি, ওবিসিদের জাতিগত শংসাপত্র, বিয়ের শংসাপত্র/ভোটার কার্ড/রেশন কার্ড/আধার কার্ডে বিবাহিত মহিলা চাকরিপ্রার্থীদের স্বামীর নাম থাকা আবশ্যক, বিধবা চাকরিপ্রার্থীদের জন্য মৃত স্বামীর ডেথ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্ন মহিলা চাকরিপ্রার্থীদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

বিশদ তথ্যের জন্য কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর দিন।

Related Articles