IPL 2024খেলা

হায়দরাবাদকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় কেকেআরের

KKR Wins, defeats Hyderabad

Truth of Bengal: রুদ্ধশ্বাস জয় কেকেআরের। ২০৯ রানের লক্ষ্য নিয়ে রান তাড়া করতে গিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে দেখা গেল অভিষেক শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালকে। অভিষেক শর্মা ১৯ বলে ৩২ রান ও মায়াঙ্ক আগরওয়াল ২১ বলে ৩২ রান করেন। এরপরে ত্রিপাঠি ও মার্করামও দলকে এগিয়ে নিয়ে যায়। ১০ ওভারের মধ্যে ৯৯ রান করে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ যত গড়াতে থাকে, রান তাড়া করা মুশকিল হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের। ক্লাসেন, শাহবাজ, সামাদ হায়দরাবাদকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে চেষ্টা চালায়। একটা সময়ে ১০ বলে ৩২ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। ২৫ বলে ৫৫ রান করেন ক্লাসেন। এর মধ্যে সাতটি ছয় রয়েছে। শেষ পর্যন্ত ৬ বলে ১৩ রানের প্রয়োজন ছিল। ক্লাসেন ফের ছয় রান মেরে জয়ের কাছাকাছি নিয়ে আসে। এরপর হর্ষিত রানার বলে শাহবাজ আহমেদ আউট হয়ে যান। এরপরের বলে হর্ষিত রানার বলে ক্লাসেন হয়ে যায়। এরপরে আর হায়দরাবাদের পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এর আগে এদিন ব্যাট করতে নেমে নিরাশ করলেন শ্রেয়স আইয়ার। কোনো রান না করেই আউট হয়ে যান শ্রেয়স। সম্প্রতি চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চোট সারিয়ে শনিবার আইপিএল খেলতে নেমেছিলেন শ্রেয়স। কিন্তু নটরাজনের বলে আউট হয়ে যান তিনি।
এদিকে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতন হতে থাকে কেকেআরের। সল্ট ছাড়া আর প্রথমদিকের কোনো খেলোয়াড়ই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৫৪ রান করে আউট হয়ে যান সল্ট। শেষের দিকে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। মাত্র ২০ বলে অর্ধশতরান করে রাসেল। অন্যদিকে রিঙ্কু সিংও রাসেলকে যোগ্য সঙ্গত দেয়। ব্যাটের সঙ্গে সঙ্গে ব্যাটেও ভেল্কি দেখালেন ,হায়দরাবাদকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল কেকেআর। ৫ রানে হারিয়ে দিল প্যাট কামিন্সের দলকে। কেকেআরের জয়ে পিছনে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন আন্দ্রে রাসেল। তবে হর্ষিত রানার শেষ ওভার কেকেআরকে জয় এনে দিল।

Related Articles