হার্দিকের অধিনে খেলছেন রোহিত, ধোনি ও রোহিত প্রসঙ্গে এ কি বললেন নভজ্যোত সিং সিধু ?
What did Navjot Singh Sidhu say about Rohit, Dhoni and Rohit playing under Hardik?

The Truth Of Bengal : ক্রিকেট তারকা নভজ্যোত সিং সিধু এখন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার অন্য অধিনায়কদের অধীনে খেলাকে কোনভাবেই অস্বাভাবিক কিছু মনে করছেন না। সিধুর মতে ধোনি, রোহিত দুজনেই খুব বড় মাপের খেলোয়াড় ঠিকই, কিন্তু তাই বলে অন্য অধিনায়কের অধীনে খেললে তাঁদের মর্যাদা ক্ষুন্ন হবে এমনটা নয়। উল্লেখ্য, রোহিত শর্মার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।
এই প্রসঙ্গ সম্পর্কে বলতে গিয়ে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন নভজ্যোৎ সিং সিধু। তিনি জানান, “আমি একটা সময়ে এমন একটা ভারতীয় দলের হয়ে খেলেছি যেখানে পাঁচ জন অধিনায়ক একসঙ্গে খেলেছেন। তাঁরা হলেন কপিল দেব, দিলীপ ভেঙ্কসরকার, সুনীল গাভাসকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও রবি শাস্ত্রী। দেখা যাবে, এরা প্রত্যেকেই একটা সময়ে অধিনায়কত্ব করেছেন। তাই অন্য অধিনায়কের অধীনে খেলা এটা কোনও বড় বিষয় নয়। আসল কথা হল দেশের হয়ে খেলা। তাই হার্দিকের অধীনে খেললে রোহিত ছোট হয়ে যাবে এমনটা নয়।”