
The Truth Of Bengal : আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল ঘোষণা করা হবে আর দিন ১৫ পরে অর্থাৎ আইপিএলের মাঝেই দল ঘোষণা করা হচ্ছে । তবে বিরাট কোহলিকে এই বিশ্বকাপে দেখা যাবে কিনা তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। নির্বাচকদের তরফ থেকে আইপিএলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরকে নেওয়া হবে তা আগেই স্পষ্ট করা হয়েছিল বোর্ডের তরফ থেকে। এবার বিরাট কোহলি জানতে চান তার ভবিষ্যত কী অর্থাৎ তাকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে? জানা গিয়েছে সেই উত্তর দিয়েছেন নির্বাচকেরা। তারা বিরাট কোহলিকে জানিয়েছেন রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কোহলিকে।
এবার আরসিবির জার্সিতে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শুধু বিরাট কোহলিকে নিয়ে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক কে হবেন অর্থাৎ রোহিতকে দেখা যাবে কিনা তা নিয়ে একটা সময় বেশ প্রশ্ন তৈরি হয়েছিল দেশবাসীর মনে, যদিও তা আগেই সমাধান করে দিয়েছেন বোর্ড সচিব জয় শা । রোহিতের নেতৃত্বেই খেলবে গোটা দল। তারপর থেকে চর্চায় বিরাট কোহলি। যে পারফর্ম করে চলেছেন বিরাট তাতে তাকে দলে অবশ্যই জায়গা দেওয়া হবে বলে আশাবাদী সমর্থকেরাও । বিরাট কে ছাড়া খেলতে নামবে গোটা দল তা ভাবতে পারেন না দেশবাসী।
এদিকে কমলা টুপির দৌড়েও এগিয়ে রয়েছেন বিরাট ফলত তার সুযোগ পাওয়া খুব সহজ হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের । সঙ্গে বিরাটকে ওপেন করতে নামতে হলে নতুন বল সামলাতে হবে । এদিকে বিরাটের নতুন বল সামলাতে খুব একটা সমস্যা হয় না।