IPL 2024খেলা

অপেক্ষার অবসান, অনুষ্ঠিত হল আইপিএল-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

The grand opening ceremony of IPL

The Truth of Bengal: দেশের মাটিতে শুরু হল ১৭ তম আইপিএল-এর মহাযুদ্ধ। আর সেই আইপিএল-এর উদ্বোধনই হল এবার জাঁকজমকপূর্ণভাবে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাচ শুরুর আগে এক অন্য ছন্দে ধরা পড়ল স্টেডিয়াম। শুক্রবারের যেন চাঁদের হাট বসেছিল উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানটি শুরু হয় বোমান ইরানির কন্ঠ দিয়ে। মঞ্চে এসে তিনি স্বাগত জানান দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে। এরপর সকলের চোখ ধাঁধিয়ে শূন্য থেকে ঝুলতে ঝুলতে মঞ্চে নামেন অক্ষয় কুমার। তাঁর এক হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। মঞ্চে তাঁকে সঙ্গ দেন টাইগার শ্রফ।

দু’জনে মিলে নিজেদের ছবির গানের তালে নাচেন। পাশাপাশি দর্শকদের মনও মাতান তাঁরা। তারপরেই দেখা যায়, মঞ্চ থেকে নেমেই মোটরবাইকে করে গোটা ময়দান পরিদর্শন করেন অক্ষয় কুমার। অপরদিকে, জাতীয় পতাকা নিয়ে বাইকের পিছনে দাঁড়িয়ে থাকেন টাইগার শ্রফ। এত চমক থাকার পরেও আর এক চমক আনা হয় দর্শকদের সামনে। এ বারের আইপিএলের থিম ‘ইন্ডিয়া’। অনুষ্ঠান চলাকালীন এআই প্রযুক্তি ব্যবহার করে মাঠে ফুটিয়ে তোলা হয় ইন্ডিয়া গেট। এছাড়া দেখা গেল অশোক চক্রও। ফুটিয়ে তোলা হল চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ। এত কিছুতেই থেমে থাকেনি এদিনের অনুষ্ঠান।

এরপর দেখা যায় সংগীতশিল্পী সোনু নিগম এবং সুরের যাদুকর এ আর রহমানকেও। নিজেদের বিখ্যাত বেশ কয়েকটি গান করেন তাঁরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন মোহিত চৌহান, নীতি মোহনের মতো গায়ক, গায়িকারাও। তবে, উদ্বোধনী অনুষ্ঠান শেষেই দেখা যায়, মঞ্চে বোর্ড সভাপতি রজার বিন্নি, সচিব জয় শাহ ও অন্য আধিকারিকদেরকে। তারপরেই মঞ্চে ওঠেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি এবং পরে ট্রফি নিয়ে ওঠেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ। আর অনুষ্ঠান শেষেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। ম্যাচে জয় কোন পক্ষের হবে, সেটা তো সময় বলবে। তবে, জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত এই অনুষ্ঠান যে প্রত্যেকের মন কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

Related Articles