
The Truth of Bengal :এমএস ধোনিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে বাছাই করা হবে?এমন মনে হতেই পারে, এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আবারও শেষ ওভারে দ্রুত রান করে প্রতিপক্ষর জন্য কঠিন লক্ষ্য স্থির করে দেয়। এরপরই ভক্তরা কিছু মজাদার মিম প্রকাশ করেছেন।
ব্যাট হাতে যখন ধোনি মাঠে নামছিল তখন মাত্র কয়েক বল বাকি ছিল, সেই সময় ধোনি মাঠে নেমেই ঝড় তোলেন। মাত্র ৯ বল খেলে ৩টি চার ও ২টি ছয়ের মাধ্যমে তিনি ২৮ রান করেন। ধোনি যখন ভারতের হয়ে খেলত সেই পুরোনো সুন্দর স্মৃতির দিন গুলি ভক্তদের ধোনির এই পারফরমেন্সের মাধ্যমে মনে পড়তে পারে। ধোনি এরকমই একটি নক খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং তাঁর করা রানই পার্থ সৃষ্টি করে দিয়েছিল। ধোনিকেঅ২০২৪ টি২০ বিশ্বকাপের জন্য বাছাই করার আহ্বান জানিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়াতে মজার মিম দিয়ে ভাসিয়ে দিয়েছে।
MS Dhoni this IPL #LSGvCSK #IPL2024 pic.twitter.com/MTk72JCEXh
— Wasim Jaffer (@WasimJaffer14) April 19, 2024
What is the procedure to bring Dhoni in T20 World Cup squad 💛🔥#CSKvsLSG pic.twitter.com/GWNkkWWRJb
— black cat (@Cat__offi) April 19, 2024
Thala Dhoni for T20 World Cup 🥵#CSKvsLSG pic.twitter.com/AJKlhCp0F5
— Johns (@JohnyBravo183) April 19, 2024
“Why is Agarkar sending me a soft copy of Dhoni’s passport with US’s visa on it?” pic.twitter.com/QUqdQJkcOz
— Manya (@CSKian716) April 19, 2024