
The Truth of Bengal: শনিবার নিজের দলের ক্রিকেটারদের উৎসাহিত করতে গ্যালারিতে হাজির থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এবারেই কেকেআর দলের মেন্টর হিসাবে দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীরের ডাকে সাড়া দিয়েই ক্রিকেটের নন্দনকাননে হাজির থাকবেন কিং খান।
প্রতি বছরই নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহিত করতে কোনও না কোনও সময়ে ইডেনে হাজির থাকেন শাহরুখ। প্রতি বছরের মতো এবারও তার অন্যথা হবে না। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। তার আগেই কলকাতায় এসে হাজির হবেন কিন খান। ২০১৪ সালের পর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ান হতে পারেনি। তাই এবারের আইপিএলকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন কেকেআরের মালিক। ওয়াকিবহাল মহলের মতে, প্রথম ম্যাচ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস যাতে তুঙ্গে থাকে, সেই লক্ষ্যপূরণেই এবার কলকাতায় আসছেন বলিউড বাদশা।
একটা সময়ে এই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন গৌতম গম্ভীর। সেই গৌতম গম্ভীর এখন কেকেআর দলের মেন্টার। মেন্টর হওয়ার পর দলকে চ্যাম্পিয়ান করতে চান গম্ভীর। গম্ভীর চেয়েছিলেন, যাতে শাহরুখ প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকেন। পাশাপাশি আরও একজনের কাছে আইপিএল টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক হিসাবে কেকেআর যদি সাফল্য পায়, তাহলে খুব সহজেই ভারতীয় জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন আইয়ার। ফের শ্রেয়সের কাছেও এটা খুবই কঠিন লড়াই। সেই কঠিন লড়াই জিততে হলে খেলার মাঠে কেকেআরের জেতা খুব প্রয়োজন। আর সেই সাফল্য আনার চাবিকাঠি রয়েছে কিং খানের হাতেই, এমনটাই মনে করছেন কেকেআর সমর্থকরা।