IPL 2024

ঘোষিত দ্বিতীয় পর্বের সূচি

Schedule of the second phase announced

The Truth Of Bengal: অবশেষে অপেক্ষার অবসান। গোটা আইপিএল হবে দেশে। ঘোষিত হলো সেইসূচি।৮ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ফাইনাল ম্যাচ রয়েছে ২৬ মে।

আইপিএলের দ্বিতীয় পর্ব দেশে হবে না বিদেশে তা নিয়ে বহু প্রশ্ন ছিল দেশবাসীর।কারণ লোকসভা নির্বাচনের এই আবহে বিদেশে হওয়ার য়ার সম্ভাবনা ছিল।অবশেষে আইপিএলের দ্বিতীয় পর্বের যে সূচি প্রকিশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে গোটা আইপিএল হবে দেশের মাটিতে। সঙ্গে সামনের এলআইপিএলের ফাইনালের তারিখ।ফাইনাল হবে আগামী ২৬ শে মে , চেন্নাইতে।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের কারণে ২০২৪ এর আইপিএলএর অনেক ম্যাচই বিদেশে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হয়েছিল।  তবে দ্বিতীয় পর্বের সময়সূচি প্রকাশ করার পর সেইসময় সূচি অনুসারে নির্বাচন থাকলেও আইপিএল এর সব কটা ম্যাচ ভারতেই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সময় সূচি অনুসারে, দ্বিতীয় পর্বে প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে ৮ ই এপ্রিল থেকে।আর ২১ ও ২২ শে মে কোয়াটার ফাইনাল ওয়ান এবং এলিমিনেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আমেদাবাদ নরেন্দ্র মোদির স্টেডিয়ামে।

উল্লেখ্য, দ্বিতীয় সময় সূচীতে আরো জানানো হয়েছে কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল ম্যাচটি ২৪ ও ২৬ মে চেন্নাইয়ের এম এচি দাম্বরম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে লোকসভা নির্বাচনের জন্য প্রথম ১৭ দিনের সময় সূচী ঘোষণা করা হয়েছিল বিসিসিআই এর পক্ষ থেকে । তবে জানা যাচ্ছে, আইপিএল ২০২৪ এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটি হবে CSK ও KKR মধ্যে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়।পাশাপাশি ৫ মে ধর্মশালায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। ৯ মে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হবে আরসিবি।এবং আগামী ১৫ মে পাঞ্জাব কিংস ১৯ মে কলকাতা নাইট রাইডার্স একে অপরের বিরুদ্ধে খেলবে।

Related Articles