IPL 2024খেলা

সেঞ্চুরির পরেও হতাশ রোহিত!

Rohit disappointed even after the century!

The Truth of Bengal : রবিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। তার পরেও হতাশায় ডুবে রোহিত। সেলিব্রেশন তো দূর, উৎফুল্ল মেজাজেও দেখা গেল না রোহিতকে। কিন্তু কেন? মাঠে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করলেও খেলোয়াড়রা সেলিব্রেশন করেন। এমনকি উইকেট নিলেও একই ছবি ধরা পড়ে। তবে রোহিত এদিন  আইপিএলের ম্যাচে সিএসকের বিরুদ্ধে সেঞ্চুরি করেছন  মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা । তবে হতাশার কারণ, যে সময় শতরান করেন রোহিত, তখন দল একেবারে হারের মুখে দাঁড়িয়েছিল। তাই রোহিত সেঞ্চুরির পর কোনও সেলিব্রেশন করেননি। শুধু তাই নয়, ম্যাচের শেষে একরাশ কষ্ট বুকে চেপে মাঠ ছাড়তেও দেখা যায় রোহিতকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

তবে রোহিতের লড়াকু ইনিংস দেখে ম্যাচের শেষে মহেন্দ্র সিং ধোনি তাঁকে বুকে টেনে নেন। এদিনের ম্যাচে সিএসকের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান করেছেন রোহিত।  চেন্নাইয়ের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের পরও রোহিত শর্মা নিজের শতরান পূরণ করেন। কিন্তু দলকে জেতাতে না পারার ফলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক কষ্টে মাঠ ছাড়েন। রোহিতের এই  লড়াইকে অবশ্য কুর্ণিশ জানাচ্ছেন নেটিজ়েনরা।

Related Articles