
The Truth Of Bengal: ৩৬ তম ভেন্যু হিসাবে পাঞ্জাবের মুল্লানপুরে মহারাজা যদাবিন্দ্র সিং স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় দিনে সাড়ে তিনটের ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংস এর হোম ম্যাচ হলেও দর্শকরা মুখিয়ে থাকবেন প্রতিপক্ষ দিল্লির জন্য। আরো ভালো ভাবে বললে দর্শকরা ঋষব পন্থের প্রত্যাবর্তনের উপর নজর রেখেছেন।
২০২২ সালে সেই অভিশপ্ত গাড়ি দুর্ঘটনার ১৫ মাস পরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষব। সেই গুরুতর দুর্ঘটনায় জীবন সংশয় তৈরি হয়েছিল। সেই আতঙ্কের ধাক্কা কাটিয়ে আবারো কোনদিন ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। কিন্তু তিনি সেইসব ঘটনা ভুলে গিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজের রিহ্যাব সেরে মাঠে ফিরতে চলেছেন। দিল্লির ক্যাপ্টেন হয়ে ফিরলেও মাঠে নামবেন কিনা তা নিয়ে থাকছে ধোঁয়াশা। তবে ঋষব নিজের পুরানো ছন্দে ফিরতে আশাবাদী। সমর্থকদের আশা ভরসা পূরণ করতে পারবেন বলেও আশাবাদী ঋষব পন্থ।