
The Truth Of Bengal: পরবর্তী ম্যাচে আরসিবি কী হবে জিততে পারবে ? উত্তর নেই। তবে চেষ্টার খামতি রাখছেন না খেলোয়াড়রা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেসব প্লেয়ারদের উপর নজর রাখতে হবে তারা হলেন- অনুজ রাওয়াত, ফাফ ডু প্লিসি, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সয়েল।
আইপিএল চলছে। এই টুর্নামেন্টের প্রথম দিন্ই মুখোমুখি হয়েছিল আরসিবি- সিএসকে। এই আইপিএলের আগে বিরাটের টিমের নামে এসেছে পরিবর্তন। সমর্থকেরা মনে করেছিল এই পরিবর্তন বেশ ফলপ্রসু হবে। জিতবে দল। তার হয়নি। বোধনেই হার। স্বভাব সিদ্ধ ভাবে জয়ী সিএসকে। আইপিএলের চতুর্থী অর্থাৎ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে খেলতে নামছে। দিল্লির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জিতে পাঞ্জাব কিংস যথেষ্ট উদ্বুদ্ধ হয়ে আছে। বিরাট কোহলিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে শিখর ধাওয়ানরা প্রস্তুত।
চেন্নাই এর বিরুদ্ধে বিরাট কোহলিদের হার থেকে প্রাপ্তি বলতে অনুজ রাওয়াত। পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে জয়ে ফেরার জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বেঙ্গালুরু। অপরদিকে পাঞ্জাব কিংসও নিজেদের জয়ের ধারা বজায় রাখতে খেলতে নামবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের প্রত্যাশা সব সময়ই অন্য দলের সমর্থকদের থেকে বেশি থাকে। উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মন্ধনাদের জয় এবার সেই প্রত্যাশা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেসব প্লেয়ারদের উপর নজর রাখতে হবে তারা হলেন- অনুজ রাওয়াত, ফাফ ডু প্লিসি, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সয়েল।পাঞ্জাব কিংস এর যেসব প্লেয়ারদের উপর নজর রাখতে হবে তারা হলেন- শিখর ধাওয়ান, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা ও হর্ষল প্যাটেল।