
The Truth Of Bengal: ধোনির এবছরের আইপিএলে নেতৃত্ব দেবে না তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। এবং আইপিএল এ এবছরের সকল অধিনায়কেরা যখন একসঙ্গে ছবি তুলেছিলেন, ছবির ফ্রেমে অনুপস্থিত ছিলেন থালা। তাই ধরে নেওয়া হয়েছিল মাহি এবছর আর নেতৃত্ব দিচ্ছেন না। তার পরিবর্তে এবছর ইয়েলো আর্মির ক্যাপ্টেন হচ্ছেন রুতুরাজ। তবে শুধু মাহি নন এবছর আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন না রোহিতও।
আইপিএল এর মরসুমের সবচেয়ে সেরা দুজন অধিনায়ক রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছেন সঙ্গে দুজনেই পাঁচবার করে জিতেছেন আইপিএল এর খেতাব। তবে এবছর দুজনের কেউই থাকছেন না দলের অধিনায়কের পদে। মাহি যদিও নিজে থেকে সরে আসেন এই পদ থেকে তবে সূত্রের খবর রোহিত শর্মাকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে তার এই পদ থেকে। রোহিত’কে রিপ্লেস করে এবার মুম্বাই দলের নতুন অধিনায়ক হচ্ছেন হার্দিক পাণ্ড্য।
গতকাল রোহিত শর্মা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি দেন। সেখানে তিনি থালার সঙ্গে হাত মেলানোর একটি ছবি দিয়েছেন। দুজনের মাঠের ময়দানে অধিনায়কের পদে যুগল বন্দি হোক কিংবা মাঠের বাইরে তাদের বন্ধুত্ব যে কতটা দৃঢ়, তা আবারও প্রকাশ্যে আসে সেইদিন তার এই পোস্টের মাধ্যমে।
Free Access