IPL 2024

লখনউ সুপার জায়ান্ট মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের

Lucknow Super Giants face Gujarat Titans

The Truth Of Bengal :  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস-কে হারিয়ে এই মূহুর্তে সেরা ছন্দে রয়েছেন রাহুল-রা। ওপেনিংয়ে ডি কক গত ম্যাচে ৮১ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছেন, তাতে তিনি যে ধীরে ধীরে নিজের সেরা ফর্মে ফিরছেন তা বোঝা যাচ্ছে। এছাড়াও কে এল রাহুল সহ মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ-রাও নিজেদের দক্ষতায় ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। বোলিং-এ এ মরশুমে সর্বোচ্চ গতি ১৫৬.৭ গতিতে বল করা মায়াঙ্ক যাদব যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত তিনি ২ ম্যাচ খেলে ৬ টি উইকেট তুলে নিয়েছেন। পার্পেল ক্যাপের দৌড়ে এখন তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন। এছাড়াও তাঁর সাথে ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণুই, নবিন-উল-হক-রা লখনউ-এর বোলিং লাইনআপকে আরো শক্তিশালী করবে।

গুজরাট টাইটান্স ৪টি ম্যাচের দুটিতে জিতে দুটিতে হেরে এই মূহুর্তে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে অল্পের জন্য হার স্বীকার করতে হয় শুভমন গিল-দের। এই ম্যাচে তাঁরা জয় ছাড়া অন্য কিছু দেখছে না। গুজরাটকে এই ম্যাচে জিততে হলে নিজেদের বোলিং লাইন-কে আরো শক্তিশালী করতে হবে। রশিদ খান, মোহিত শর্মা, উমেশ যাদব-দের আরো দায়িত্ব নিতে হবে। লখনউ এর হোম গ্রাউন্ড একনা ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত এ মরশুমে দুটি ম্যাচ হয়েছে এবং দুটি ম্যাচে প্রথম ব্যাট করে ম্যাচ জিতেছে লখনউ। বলা যেতেই পারে টস জিতে প্রথমে ব্যাট নেওয়া দল ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে।

Related Articles