
The Truth Of Bengal: শুক্রবার ম্যাচে হারের পর পর যদিও বাদশাহ’কে কিছুটা হতাশ দেখা গিয়েছিল। তবে ‘হারকে জিতনে ওয়ালোকে বাজিগর কেহেতে হ্যায়’এর মুডেই আপতত দেখা যাচ্ছে সহ অধিনায়ক নিতিশ রানাকে। শুক্রবার যদিও সেই ছবি ম্যাচের আগেই শেয়ার করেছিলেন তিনি। তবুও নীতিশের, শাহরুখ এর প্রতি সম্মান ও শাহরুখের মতোই নীতিশও দিল্লি থেকে এসেই নিজের স্থান অধিকার করেছেন এবং করে চলেছেন বলেই কিং খান’কে নিজের অনুপ্রেরণা বলেও সম্বোধন করেছেন তিনি তাঁর এদিনের পোস্টটিতে।
শাহরুখের গতবছরের বক্স অফিসে পর পর তিনটি ছবির সাফল্য এবং আইপিএল’এ এবছর সক্রিয় ভাবে দলকে সমর্থন করতে দেখা যাচ্ছে তাঁকে। এবং সম্প্রতি কিং খানের সঙ্গে নিতিশ রানার হৃদয়স্পর্শী ছবি কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
নিতিশ রানার শাহরুখের সঙ্গে সেই মুহূর্তের ছবি গণমাধ্যমে ভাগ করে লিখেছেন,”দিল তো হার কিসিকে পাস হোতা হ্যায়, লেকিন সাব দিল্লি ওয়ালে নেহি হোতে” অর্থাৎ সবার কাছেই দিল বা মন থাকে, কিন্তু সবাই দিল্লি ওয়ালে নয়” সঙ্গে একই পোস্টে তিনি লেখেন, “বরাবরের অনুপ্রেরণাদায়ক” বলে শাহরুখ’কে মেনশন করেন নিতিশ।