IPL 2024

ইডেনে খেলতে এসে বিরাট জড়ালেন বিতর্কে ?

Did Virat get involved in the controversy when he came to play in Eden?

The Truth Of Bengal : ২২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বিরাট কোহলিকে থাকা দরকার মাঠে । বিরাট প্রস্তুতি ও নিয়ে নিয়েছিলেন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ খেলতে নামার কিছুক্ষণের মধ্যে মাঠের বাইরে চলে যেতে হয় বিরাট কোহলিকে। আম্পায়ারের এই সিদ্ধান্ত কোন মতেই মানতে পারছেন না বিরাট কোহলি। তিনি দাবি করতে থাকেন নো বলের । যদিও আম্পায়ার বলে দেন বিরাট কোহলি আউট হয়ে গিয়েছে। তারপর ক্ষোভ প্রকাশ করেন বিরাট। ডাগ উঠে ফিরেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিরাট দাবি করেন বল কোমরের ওপরে ছিল তাই নো বলের দাবি তার থেকে করা হয়। আম্পায়ার বুঝিয়ে দেন কোমরের নিচেই ছিল বল । মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে আর তাতেই রেগে যান বিরাট কোহলি। বিরাট ভীষণ ক্ষুব্ধ অবস্থায় মাঠ ছাড়েন। কোমরের উপরে বল নাকি নিচে বল সেটা বোঝার জন্য এখন নতুন একটা প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বল ঠিক কোন উচ্চতায় রয়েছে তা মেপে দিচ্ছে এই প্রযুক্তি।

যিনি ধারাভাষ্য করছিলেন তিনি জানিয়ে দেন মাটি থেকে এই বল ছিল ১.৪ মিটার উঁচুতে অর্থাৎ বিরাট কোহলির কোমরের নিচেই বল ছিল। সেই সঙ্গে বিরাট ক্রিজের বাইরে ছিলেন। ফলে তৃতীয় আম্পায়ার জানান বিরাটের আউট ন্যায্য। আর তারপরেই বিরাট কোহলি আরো রেগে যান। ক্ষুব্ধ হয়ে ডাকা উঠে গিয়ে তার রাগটা তিনি প্রকাশ করেন।

 

Related Articles