IPL 2024

বড় সাফল্য শশাঙ্ক সিং- এর শেষ হাসি হাসল টিম পাঞ্জাব

Big success Shashank Singh - Team Punjab had the last laugh

The truth of bengal: টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম গুজরাট।  ব্যাট করতে নেমে 199 রান নিয়ে মাঠ থেকে আসে টিম গুজরাট। গুজরাট টাইটান্স এর অধিনায়ক শুভমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের উল্লাস শুরু করেছিল গুজরাটের সমর্থকরা। তবে শশাঙ্ক সিং- এর দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে যায় জাদুর ছড়ি। এক রান বেশি করে ম্যাচ ছিনিয়ে নেয় টিম পাঞ্জাব।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন দেখায় গুজরাট। দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনীতে উল্লাসে ফেটে পড়ে সমর্থকরাও। একইসঙ্গে অধিনায়ক সুবমানের একশত রানও আশা করছিল দর্শকরা। পরে ব্যাট করতে নেবে পাঞ্জাবের সমর্থকদের আলোর দিশা দেখায় আশুতোষ, পরে ছক্কা মেরে দলকে এগিয়ে দেন শশাঙ্ক। শশাঙ্কের অনবদ্য ৬১,তে বিজয় পায় টিম পাঞ্জাব।

Related Articles