
The Truth Of Bengal: নজর ছিল আশুতোষের দিকে কিন্তু শেষ রক্ষা হল না তার। বৃহস্পতিবার হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর ছিল প্রত্যেকের। একদিকে মুম্বই ইন্ডিয়ান্স, অপরদিকে, পাঞ্জাব কিংস। যেই ময়দানে খেলা হয়েছিল, সেখানে টস একটা বড় ফ্যাক্টর ছিল। যদিও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হার্দিক পাণ্ডিয়ার ব্লু-আর্মি। ওপেনার হিসেবে ঈশান কিষান নামলেও রান করতে পারেননি তিনি। ৮ বলে ৮ রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরত হয় তাকে। যদিও, এদিন ফের একবার নজির গড়েন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
আইপিএল-এ ২৫০ তম ম্যাচ খেলে ৬৫০০ রানের গণ্ডি পের হন তিনি। তবে, তিলক বর্মার হাত ধরে ১৮ বলে ৩৪ রান উঠে আসায় মুম্বই তার খাতায় ২০ ওভার শেষে ১৯২ রান তোলে। যদিও, এবারের আইপিএল-এর ম্যাচে এটা তেমন কোনও বড় টার্গেট নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। অপরদিকে, পাঞ্জাব ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই ৪ উইকেট পড়ে যায় তাদের। টপ অর্ডার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরে কার্যত একপ্রকার চাপের মুখে ফেলে দিয়েছিল পাঞ্জাব কিংসকে। তবে, শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার ঝোড়ো ইনিংস যেন ম্যাচে ধীরে ধীরে অনেকটাই সমতা ফিরিয়ে এনেছিল।
২৮ বলে ৬১ রান করেন আশুতোষ। তবে, মুম্বইয়ের কুয়েৎজির অসাধারণ বোলিং ঘরে ফিরিয়ে দেয় আশুতোষকে। যদিও, ১৯ তম ওভারে হার্দিক পাণ্ডিয়া ১১ রান দিয়ে দেওয়ায়, ফের একবার আশার আলো দেখতে শুরু করেছিল পাঞ্জাব। তবে, শেষ পর্যন্ত ৯ রানে মুম্বইয়ের কাছে পরাজয় স্বীকার করতে হয় পাঞ্জাবকে। আর সব মিলিয়ে, চেন্নাই সুপার কিংস-এর কাছে হারের পর আবারও যে জয়ের মুখ দেখেই উচ্ছ্বাসিত মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড, তা বলাবাহুল্য।