
The Truth of Bengal:দুটি কোটিপতি খেলোয়াড়,একদিকে সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স। অন্যদিকে রয়েছেন কে কে আরের মিচেল স্টার্ক। কামিন্সকে হায়দরাবাদ কিনেছিল সাড়ে ২০ কোটি দিয়ে আর স্টার্ককে কেকে আর কিনেছিল প্রায় ২৫ কোটি দিয়ে। কিন্তু দুজনের একজনও শনিবার ইডেনের ম্যাচে প্রভাব ফেলতে পারল না।
এদিন হায়দরাবাদের হয়ে চার ওভার বল করেন কামিন্স। চার ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। অন্যদিকে রান তাড়া করার সময় ক্লাসেন যখন হায়দরাবাদকে জয়ের কাছাকাছি নিয়ে চলে এসেছিল, তখন শেষ বলে ব্যাট করতে নেমেছিলেন কামিন্স। প্রয়োজন ছিল ১ বলে ৫ রান। কিন্তু ব্যাট বলে লাগাতেই পারলেন না কামিন্স।
অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্কও ভালো পারফরমেন্স করতে পারেনি। মিচেল স্টার্ক চার ওভার বল করে ৫৩ রান দিয়েছে। একটি উইকেটও নিতে পারেনি।