ডেটে গেলেই মিলবে বোনাস! নয়া পলিসি এই চীনা কোম্পানির
You'll get a bonus just for going on a date! This Chinese company's new policy

Truth Of Bengal: বিশ্বজুড়ে যেখানে ব্যস্ততা এবং প্রতিযোগিতা চলছে মুহুর্মুহু। সেখানে যারা এখনো সিঙ্গেল, তারা কাজ এবং তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারছে না। বিশেষ করে, চীনে যেখানে বেশিরভাগ সিঙ্গেল শুধুমাত্র সাফল্যের পেছনে দৌড়াচ্ছে এমনকি সাফল্যকে ছুঁতে গিয়ে তারা তাদের ব্যক্তিগত জীবন ভুলতে বসেছে। কিন্তু একটি চাইনিজ কোম্পানি দারুন একটি পদক্ষেপ নিয়েছে সিঙ্গেল কর্মীদের কথা ভেবে। তাদের বেতন দিচ্ছেন ডেটে যাওয়ার জন্য। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
দক্ষিণ চীনের শেনজেনের একটি আইটি কোম্পানি একটি নতুন পলিসি ঘোষণা করেছে। যেখানে প্রত্যেকটি সিঙ্গেল কর্মীদের ডেটে যাওয়ার জন্য কম্পেন্সেট করা হবে। ওই পলিসি অনুযায়ী, ওই কোম্পানিতে কর্মরত প্রত্যেক সিঙ্গেল কর্মী নগদ বোনাস পাবে ৬৬ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭০ টাকা।
এমনকি যদি সেই এমপ্লয়ি তার মনের মানুষকে খুঁজে পায় এবং তিন মাস যাবত সেই সম্পর্ক বজায় রাখে তাহলে তাকে ১০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ১১,৬৫০ টাকায় পুরস্কৃত করা হবে। একজন কোম্পানির প্রতিনিধি বলেছেন যে, সংস্থাটি কর্মীদের সামগ্রিক সুখ এবং আত্মীয়তার বোধের প্রচারের জন্য উদ্যোগ নিয়েছে।
এখনো পর্যন্ত কোনো রকম ডেটিং বোনাস পুরস্কার হিসেবে দেয়া হয়নি কারণ এই প্রক্রিয়াটি তিন মাসের ও কম সময় ধরে চলছে। ওই কোম্পানির কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া দেন। একজন বলে, তার কোম্পানি মায়ের থেকেও বেশি আগ্রহী। অন্য একজন প্রশ্ন তোলেন, এইভাবেআর্থিক প্রণোদনা সঠিক পদ্ধতি কিনা। কেউ আবার বলেন “প্রেমকে টাকা দিয়ে পরিমাপ করা উচিত নয়।”