অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়, এও কি সম্ভব!
Win Mount Everest without oxygen, is it possible!

The Truth Of Bengal : পাকিস্তানের মুকুটে জুড়ল নয়া পালক। একমাত্র দ্বিতীয় পাকিস্তানি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়া জয় করেছেন সিরবাজ খান। তবে অক্সিজেন ব্যবহার না করে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
জানা যায়, স্থানীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে বারোটায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছেছেন সিরবাজ খান। অক্সিজেন ব্যবহার না করেই একমাত্র দ্বিতীয় পাকিস্তান হিসেবে পাহাড়ে চড়েছেন এই ব্যক্তি। তবে এর আগে বোতলজাত অক্সিজেন ব্যবহার করে ৮৮৪৯মিটার চুড়া অতিক্রম করেছিলেন তিনি।
এবার সিরবাজের সাথে সাথে পাকিস্তানের মুকুটেও জুড়ল নয়া পালক। অক্সিজেন সাপোর্ট না নিয়ে ৮০০০ মিটারের বেশি ১১ টি চূড়া আরোহন করেছেন এই পাকিস্তানি। এর আগে ৮০০০ মিটারের ১৩ টি শৃঙ্গের মধ্যে অক্সিজেনের সহায়তায় শুধুমাত্র অন্নপূর্ণা এবং কাঞ্চনজঙ্ঘা অতিক্রম করেছেন। সিরবাজ হল প্রথম পাকিস্তানি যিনি বিশ্বের ১৪ টি সর্বোচ্চ চূড়ার মধ্যে দশটিও বেশি চূড়া ইতিমধ্যেই আহরণ করে ফেলেছেন। সূত্রের খবর, খান সকাল সাতটায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ৮৫৮৬ মিটার কাঞ্চনজঙ্ঘার শীর্ষে দাঁড়িয়েছিলেন।
সিরবাজ খানের পরিচয়
সিরবাজের বয়স ৩২। উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলের হুনজা উপত্যকা থেকে এসেছেন। মাত্র ২৪ বছর বয়সে একজন পর্বতারোহী হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু করেছিলেন। এরপর ২০১৯ সালে প্রথম পাকিস্তানি হিসেবে মাউন্ট লোটসের চুড়ায় উঠেছিলেন। তিনি হলেন প্রথম পাকিস্তানি। যিনি অক্সিজেন ব্যবহার না করে পর্বতের চূড়ায় উঠেছিলেন।
খানের স্বপ্ন একদিন আট হাজার মিটারের উপরে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ ১৪ টি পর্বত আরোহনকারীর হিসেবে নিজেকে দেখবেন তিনি। তারপর পরবর্তী লক্ষ্য মাকালু পর্বত এবং গাসেরব্রুম-১ l