ভ্যাকসিনে ‘হ্যাঁ’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কমবে মাঙ্কিপক্সের দাপট?
who approves LC16m8 vaccine to beat monkeypox

Truth Of Bengal: করোনার চেয়েও ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্স রুখতে মঙ্গলবার LC16m8 নামক এক নতুন ভ্যাকসিন জরুরী ব্যবহারের জন্য অনুমতি দিল হু। মাঙ্কিপক্স মহামারী নিয়ন্ত্রণ করতে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে চিকিৎসক মহল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সঙ্কেতে আশার আলো দেখছে অনেকে। এ প্রসঙ্গে এক হু আধিকারিক বলেন, ‘আমাদের লক্ষ্য, বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট নিয়ন্ত্রণে আনা। জরুরী ব্যবহারের তালিকায় LC16m8 ভ্যাকসিন যোগ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই টিকা সুরক্ষা প্রদান করবে, বিশেষ করে শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষদের’। যেসব দেশগুলোতে মাঙ্কিপক্সের বাড়বাড়ন্ত, সেই দেশগুলোই পাবে এই টিকা।
মাঙ্কিপক্স কী?
মাঙ্কিপক্স একধরণের ভাইরাল রোগ যা এমপক্স ভাইরাসের মাধ্যমে হয়। এই রোগটি সাধারণত জন্তু-জানোয়ার থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে, মানুষে মানুষে সংক্রমণ দেখা গেছে অনেক ক্ষেত্রে।
শুরুতে এই ভাইরাস আফ্রিকার কিছু অংশে পাওয়া গিয়েছিল। কিন্তু ২০২২ এর পর হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায়। বহু দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স যা নিয়ন্ত্রণ করা কার্যত একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ফলে, মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ করতে এই ভ্যাকসিনের অনুমোদন বেশ গুরুত্বপূর্ণ।