আন্তর্জাতিক

মহাকাশ থেকে কবে ফিরবেন সুনীতা-বুচ? উদ্বেগ কাটাতে কোনও স্পষ্ট উত্তর দিতে পারছে না নাসা

When will Sunita-Buch return from space? NASA has not been able to provide a clear answer to the concern

The Truth of Bengal: আবারও মহাকাশে গেছেন সুনীতা উইলিয়ামস। সঙ্গে রয়েছেন বুচ। মিশন স্টারলাইনার নিয়ে গত ৫জুন তাঁরা মহাকাশে পাড়ি দেন।তারপর কেটে গেছে,প্রায় ২৪দিন।এখনও কেউ বলতে পারছেন না,তাঁরা কবে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।নাসা নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারছে না। বলা হয়েছিল ২১দিন পর তাঁরা ফিরে আসবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও দুই মহাকাশচারীর ফিরে আসার কথা পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। এই অবস্থায় ইসরোর প্রধান এস সোমনাথকে প্রশ্ন করা হয়েছিল,কেন এত দেরি হচ্ছে ? ভারতীয় বংশোদ্ভুত সুনীতা উইলিয়ামস কবে ফিরে আসবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন,এই বিষয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে দীর্ঘদিন থাকার জন্য নিরাপদ জায়গা রয়েছে। একইসঙ্গে এই মিশনের কথা ব্যাখা করতে গিয়ে এস সোমনাথ তুলে ধরেন যে, এটা শুধু সুনীতি উইলিয়ামস বা অন্যকোনও মহাকাশচারীর বিষয় নয়।সেখানে প্রায় ৯জন মহাকাশচারী রয়েছেন,তাঁরা সকলে আটকে পড়েছেন এমন নয়।তাঁরা প্রত্যেকেই একদিন না একদিন ফিরে আসবে।  একইসঙ্গে সুনীতি উইলিয়ামসের সাহসিকতাকে কুর্নিশ করেছেন এস সোমনাথ। দিন কয়েক আগে ‘রিসার্স’ নামে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণ হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই।

যারজন্য‘স্পেস ওয়াক’ করা নিয়ে সমস্যা হচ্ছে। ঘটনাটি যে দিন ঘটে, সে দিন সুনীতাদেরও ‘স্পেস ওয়াক’ করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনাটি ঘটার পরে ঝুঁকি এড়াতে তড়িঘড়ি মহাকাশ স্টেশনে আশ্রয় নিতে হয় তাঁদের। তার পর থেকে আর ওই ধরনের কোনও অভিযানেই বেরোতে পারেননি তাঁরা। শুধু তা-ই নয়, সুনীতাদের ফেরার পথেও তৈরি হয়েছে  সমস্যা।এখন কবে দুই নভশ্চর নিরাপদে ফিরে আসে সেদিকেই তাকিয়ে এদেশের মানুষও।

Related Articles