কবে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন? বড় ঘোষণা আইন উপদেষ্টার
When will be held national parliament election? The big announcement is legal counsel

Truth Of Bengal: বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে ধোঁয়াশায় রয়েছে। দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, নির্বাচন সম্পর্কিত স্পষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নতুন নির্বাচন কমিশন গঠনের পরও এই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি ইউনুস।
শিক্ষার্থী-জনতার গণ আন্দোলনের ফলে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এর পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে ইউনুস সরকার, যেখানে রাষ্ট্র সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। ইউনুস সম্প্রতি জানিয়েছেন, রাজনৈতিক দলের ঐকমত্য ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেন, “২০২৫ সালের মধ্যেই নির্বাচন হতে পারে।” এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে। বিএনপি জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কারে সরকারের সময় দিতে প্রস্তুত, তবে সেটি অনির্দিষ্টকালের জন্য নয়। আওয়ামি লিগও দাবি করছে, দ্রুত নির্বাচন প্রয়োজন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও আগামী এক-দেড় বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন।
এদিকে, চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি ও জামাতসহ অন্যান্য সমমনা দল। ঐ নির্বাচনে আওয়ামি লিগ বিপুল ভোটে জয়ী হয়, কিন্তু জনরোষের কারণে মাত্র সাত মাসের মধ্যে সরকারের পতন ঘটে। এখন বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায়, তবে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ইউনুস সরকার বেশি মনোযোগী বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এক অনিশ্চয়তার মধ্যে। ভবিষ্যতের পথে কেমন হবে দেশের রাজনৈতিক দৃশ্যপট, তা সময়ই বলবে।