অবশেষে থামতে চলেছে যুদ্ধ! হামাস-ইজরায়েলের আলোচনা ‘ইতিবাচক’
war to end! Hamas-Israel talks 'positive'

Truth Of Bengal: বছর ঘুরে গেছে। গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। লক্ষ্য, হামাসকে নিশ্চিহ্ন করা। এই আবহে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে কিছু ধাপ এগিয়েছে হামাস ও ইজরায়েল। খবর, দু পক্ষের আলোচনায় সবুজ সঙ্কেত মিলেছে। তবে কি এবার থামতে চলেছে যুদ্ধ? থামবে মৃত্যুমিছিল? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যেম সূত্রে খবর, কিছুদিন আগেই মিশরের কায়রোতে আলোচনায় বসেছিল হামাস এবং ইজরায়েলের প্রতিনিধিরা। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই খবর। সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যেই ১৪ মাস ধরে চলা এই যুদ্ধ থামতে চলেছে। পণবন্দিদের মুক্তি নিয়েও চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর এই যুদ্ধ শুরু হয়েছিল। তারপর থেকেই যুদ্ধবিরতির জন্য বারবার মধ্যস্থতা করতে দেখা গেছে সৌদি আরব, কাতরের মতো দেশকে। এর আগেও একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল। তবে, প্রতিবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছিলেন।
ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার। অন্যদিকে, হামাসের ডেরায় বন্দি রয়েছে ইজরায়েলের বহু মানুষ। যত দিন গড়াচ্ছে, ততই জোরালো হচ্ছে গাজায় যুদ্ধবিরতির দাবি।