কেনিয়ায় নিজের স্ত্রী সহ ৪২ জন মহিলাকে খুন করল ‘ভ্যাম্পায়ার’
'Vampire' kills 42 women including his wife in Kenya

The Truth of Bengal: নিজের স্ত্রী সহ ৪২ জন মহিলাকে খুন করে তাদের দেহ টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে ফেলে দেওয়ার অভিযোগে কেনিয়ার ৩৩ বছরের কলিন্স খালুসাকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয়রা তাঁকে ‘ভ্যাম্পায়ার’ নামে চেনে। ঘটনাটি ঘটেছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে। কলিন্স খালুসার বাড়িতে তল্লাশি করে কুড়ুল, বাণিজ্যিক রবার গ্লাভস, সেলোটেপের রোল, বস্তা ইত্যাদি উদ্ধার করেছে পুলিশ। যা দেখে তদন্তকারীরা নিশ্চিত কলিন্স একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার।
ইতিমধ্যে পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। জানা যাচ্ছে ২০২২ সাল থেকে কলিন্স এই কাজ করছে। একে একে ৪২ জনকে খুন করে কেটে টুকরো টুকরো করে বস্তায় ঢুকিয়ে ফেলে আসে আবর্জনার স্তূপে। একমাত্র একজনের দেহ অবিকৃত রয়েছে, বাকিদের সকলেরই দেহ খণ্ডিত হওয়ায় এখনও অনেককে শনাক্ত করা যায়নি। কেনিয়ায় এখন এক অস্থির পরিস্থিতি।
রাজনৈতিক অস্থিরতা এবং লিঙ্গবৈষম্য থেকে সৃষ্টি হওয়া হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আর এর মধ্যে সামনে এসেছে কলিন্সের বিষয়টি। নাইরোবির মুকুরি বসতির আবর্জনা ফেলার জায়গায় ৯ জন মহিলার টুকরো দেহ উদ্ধার হওয়ার পরই নড়েচড়ে বসেছিল পুলিশ। কী করে একের পর এক মহিলার নিরুদ্দেশ হওয়ার অভিযোগ জমা পড়ার পরও সেভাবে তদন্ত হল না, উঠছে প্রশ্ন। কি কারণে মহিলাদের খুন করেছে অভিযুক্ত সেই রহস্য খুঁজে বের করতে মরিয়া পুলিশ।