আন্তর্জাতিক

সাদা বরফের চাদরে ঢেকে মার্কিন মুলুক, এখনও পর্যন্ত তুষারঝড়ের জেরে মৃত ৫

US states blanketed in white snow, 5 dead from blizzard so far

Truth Of Bengal : তুষার ঝড়ে বিপর্যস্ত মার্কিন মুলুক। আমেরিকার ৭ টি জেলায় ইতিমধ্যেই তুষারঝড়ের কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তুষার ঝড়ের জেরে বিপর্যস্ত আমেরিকার সাধারণ জনজীবন। এই দেশের ৩০ টির বেশি রাজ্য তুষার ঝড়ের কবলে পড়েছে। ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকায় জমে গিয়েছে ১৬ ইঞ্চির মতো বরফের স্তূপ। প্রতি ঘণ্টায় এক ইঞ্চি করে বরফ জমছে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে। এই তুষারপাত এবং বরফের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের।

প্রশাসনের তরফে সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা। তুষার ঝড়ের কারণে আমেরিকার পূর্বাঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে বাসিন্দাদের। যে সমস্ত রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাসে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত এলাকায় আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই তুষারঝড় এবং তুষারপাতের জেরে গতকাল আমেরিকায় বাতিল করা হয়েছে ১৫০০ বিমান। আমেরিকার অধিকাংশ রাস্তা ঘাট ভরে গিয়েছে শ্বেতশুভ্র তুষারে। দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমানতার ব্যঘাত ঘটেছে আমেরিকায়। বিমানের পাশাপাশি তুষার ঝড়ের জেরে বন্ধ রয়েছে আমেরিকার অধিকাংশ স্কুল কলেজ। এর মধ্যে অধিকাংশ স্কুল রয়েছে সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায়।

এমনকি ভয়ঙ্কর এই তুষার ঝড়ের জেরে আমেরিকার একাধিক অংশ হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি। এই পরিস্থিতিতে কেন্টাকি গভর্নর জানিয়েছেন তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। যার জেরে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

Related Articles