আন্তর্জাতিক

২৬/১১ জঙ্গি হামলায় অভিযুক্ত রানাকে ভারতে ফেরানোর নির্দেশ মার্কিন আদালতের

US court orders extradition of Rana accused in 26/11 terrorist attacks to India

Truth Of Bengal: ভারতের কাছে এবার পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হস্তান্তরের নির্দেশ দিল আদালত। এই তাহারুন রানার বিরুদ্ধে মুম্বাইয়ে ২৬/১১ জঙ্গি হামলায় যোগ থাকার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসবাদীদের হামলা চলে। আর সেই হামলার পরেই তাহারুন রানাকে বাগে আনার বহু চেষ্টা চালায় ভারত। এবার ভারতের আবেদনে সাড়া দিলো আমেরিকার আদালত। আমেরিকার আপিল আদালতের তরফ থেকে জানানো হয়, ভারতের কাছে অভিযুক্ত রানাকে হস্তান্তর করা যাবে।

প্রসঙ্গত, এর আগে আমেরিকার নিম্ন আদালত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে পাঠানোর অনুমতি দিয়েছিলো। কিন্তু নিম্ন আদালতের  নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতের দ্বারস্থ হয় রানা। সেখানে প্রমাণিত হয়, রানা বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ২৬/১১ হামলার মামলায় বেকসুর খালাস হয় অভিযুক্ত।

জানা যায়, গত ১৫ অগাস্ট আমেরিকার আপিল আদালত এই হস্তান্তরের নির্দেশ দিয়েছে। আদালতের তিন বিচারপতির এক প্যানেলের তরফ থেকে জানা যায়, ভারত ও আমেরিকার মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি অনুযায়ী রানাকে হস্তান্তর করা যাবে। নবম সার্কিটের আপিল আদালতে চলছিল সেই মামলা। সেই মামলার শুনানিতে অভিযুক্ত রানাকে হস্তান্তরের নির্দেশ দিলো আমেরিকার আপিল আদালত।

উল্লেখ্য, ভারতে আসতে চাইছিল না অভিযুক্ত রানা। এই হস্তান্তর প্রক্রিয়া আটকানোর বহু চেষ্টা করেছিল। প্রথমে আমেরিকার এক নিম্ন আদালত (ম্যাজিস্ট্রেট আদালত) মুম্বই জঙ্গি হানায় যোগ থাকার অভিযোগে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ক্যালিফর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালতে গিয়েছিলেন এই পাকিস্তানি বংশোদ্ভূত অভিযুক্ত। সেখানে আদালত অভিযুক্তকে বিদেশি জঙ্গি সংগঠনকে মদতের অভিযোগে দোষী সাব্যস্ত করলেও, ২৬/১১ হামলায় জড়িত থাকার অভিযোগ থেকে বেকসুর খালাস করেছিল।

Related Articles