আন্তর্জাতিক

CAA-এর বিরোধিতায় এবার জাতিসংঘও ?

United Nations in opposition to CAA?

The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে ভারতবর্ষের বুকে লাগু হল CAA। কেন্দ্রের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দুসহ অন্যরা, যারা ধর্মীয় নির্যাতনের কারণে, ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ওই আইনে। তবে এই আইন কার্যকর হতেই কেন্দ্রের বিরুদ্ধে দল বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলো।

আর এবারে বিরোধিতার পথেই এগিয়ে এসেছে আমেরিকা ও জাতিসংঘও। তারা মনে করছে, ভারতে লাগু হওয়া এই নাগরিকত্ব সংশোধনী আইন বৈষম্যমূলক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একজন মুখপাত্র বলেছেন- ‘আমরা ২০১৯ সালেই এই নিয়ে বলেছিলাম। আমরা উদ্বিগ্ন। কারণ CAA মূলত বৈষম্যমূলক এবং ভারতের আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার লঙ্ঘন।

‘ পাশাপাশি, একই সুরে সুর মিলিয়েছে আমেরিকাও। সেখানকার স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন- ‘আমরা সিএএ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন। আইনটি কীভাবে কার্যকর করা হবে তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ সব মিলিয়ে, ভারতে লাগু হওয়া এই আইন বিশ্বের রাজনীতির আঙ্গিনাতেও যে প্রভাব ফেলেছে, তা বলাবাহুল্য।

Related Articles