আন্তর্জাতিক

জেলেনস্কিকে ট্রাম্পের হুমকি, কড়া বার্তা রাশিয়াকেও

Trump threatens Zelensky, sends strong message to Russia

Truth Of Bengal: এখনও পর্যন্ত খনিজ চুক্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই পরিস্থিতির মাঝেই এবার জেলেনস্কিকে হুঁশিয়াৌরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রীতিমতো বহিমকি দিয়ে জানিয়ে দেওয়া হল, শেষ মুহূর্তে এই চুক্তি থেকে ইউক্রেন পিছিয়ে আসলে দুর্ভোগ পোহাতে হবে জেলেনস্কিকে। এমনকি পুতিনকে হুমকি দিয়েও ট্রাম্প জানান, শান্তিচুক্তিতে রাশিয়া রাজি না হলে রুশ তেলের উপর দ্বিতীয় শ্রেণির চাপানো হবে ২৫-৩০ শতাংশ পর্যন্ত।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয় ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা বিগত বেশকিছু বছর ধরে ইউক্রেনকে সামরিক সাহায্যের জন্য সেদেশের অর্ধেক খনিজ সম্পদ ব্যবহারের দাবি জানায়। তার বিনিময়ে আমেরিকার থেকে নিরাপত্তা চায় ইউক্রেন ।

ইউক্রেনকে ন্যোটের অন্তর্ভুক্ত করুক আমেরিকা, এমনও দাবি থাকে ইউক্রেনেরয়। তবে সেই চুক্তিতে কোনও প্রতিশ্রুতি না থাকায় জেলেনস্কি অসন্তুষ্ট। মার্কিন প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি ইউক্রেন প্রেসিডেন্টের। ট্রাম্পের জানান, খনিজ চুক্তিতে সই করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি জেলেনস্কি। চুক্তি থেকে সরে আসার চেষ্টা করছেন তিনি। তবে চুক্তি থেকে সরে আসলে সেটা যে মার্কিন প্রেসিডেন্ট ভালো ভাবে নেবেন না তা তাঁর হুঁশিয়ারি থেকেই স্পষ্ট।

Related Articles