আন্তর্জাতিক

ক্ষমতায় আসার আগেই হুঁশিয়ারি! ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক বসানোর ইঙ্গিত ট্রাম্পের

Trump hinted at higher tariffs on Indian goods

Truth Of Bengal: ভারত ও ব্রাজিলকে কড়া বার্তা দিলেন আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানালেন, ভারত যদি আমেরিকান পণ্যের উপর অধিক শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের উপর সমপরিমাণ কর আরোপ করবে।

ট্রাম্প বলেন, “যদি কোনও দেশ আমাদের উপর অধিক শুল্ক চাপায়, তাহলে আমরাও সেই দেশের পণ্যের উপর চড়া কর আরোপ করব। ভারত এবং ব্রাজিল দীর্ঘদিন ধরে আমাদের পণ্যের উপর বেশি কর চাপাচ্ছে, অথচ আমরা ওদের উপর তেমন কোনও শুল্ক চাপাইনি। এভাবে চলবে না।”

ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে তার হবু বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বলেন, “নতুন সরকারে পারস্পরিক সুবিধার নীতিই চালু হবে। যে দেশ আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করবে, আমরাও তাদের সঙ্গে সেভাবেই ব্যবহার করব।”

ডোনাল্ড ট্রাম্প বরাবরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে এসেছেন। তবে তিনি এটাও বলেছেন যে মোদি আগে নিজের দেশের স্বার্থকে গুরুত্ব দেন। ট্রাম্পের এই শুল্কনীতি কার্যকর হলে ভারত-মার্কিন সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে কানাডা ও মেক্সিকোর মতো প্রতিবেশী দেশগুলোর জন্যও একই ধরনের নীতি নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন বাণিজ্য নীতি শুধু ভারত নয়, পুরো বিশ্বের সঙ্গে আমেরিকার সম্পর্ককে নতুন পথে চালিত করবে।

ট্রাম্পের এই নীতির ফলে ভারত-মার্কিন বাণিজ্যে জটিলতা দেখা দিতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের আসল পদক্ষেপ কী হবে, তা এখনও দেখার বিষয়।

Related Articles