জেলেনস্কির সঙ্গে হওয়া বিবাদের জের! ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ ট্রাম্পের
Trump cuts off military aid to Ukraine due to dispute with Zelensky

Truth Of Bengal: এবার ইউক্রেনকে সকল প্রকার সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ডেমোক্র্যাটিক শিবিরকে হারিয়ে পুনরায় আমেরিকার মসনদ দখল করার পরই বিভিন্ন দেশকে দেওয়া আর্থিক অনুদানের প্রথা বন্ধ করেছেন রিপাবলিকান নেতা। অনুদান বন্ধের নেপথ্যে আমেরিকার নাগরিকের কষ্টার্জিত টাকা হেলায় বিলিয়ে দিতে চান না বলে যুক্তি দেখিয়েছেন তিনি। অনুদানের তালিকা থেকে বাংলাদেশকেও বাদ দিয়েছে হোয়াইট হাউস।
শুরুতে ইউক্রেনের উপর তেমন মনোভাব না দেখালেও এবার সেই পথেই পা বাড়িয়েছেন ট্রাম্প। ক্ষমতায় পুনর্বহাল হওয়ার পর রাশিয়া-ইউকেন যুদ্ধের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিপাবলিকান নেতা। তবে এখন যুদ্ধ থামানোর চেষ্টা তো দূরের কথা তার পরিবর্তে এই এর দায় ভলোদিমির জেলেনস্কির দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প।
সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ইউক্রেন ও মার্কিন রাষ্ট্রপ্রধানদের মধ্যে ঝামেলা শুরু হয়।এই ঝামেলার পরই ইউক্রেনকে সকল প্রকার অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার একটি বিবৃতিও জারি করা হয়েছে। অনুদান বন্ধের প্রসঙ্গে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ট্রাম্পের অফিসের একজন আধিকারিক সাক্ষাৎকার দিয়েছেন।
সেই সাক্ষাৎকারে অধিকারিক জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট যুদ্ধ নয়, শান্তি চান। রাশিয়া-ইউক্রেনের মধ্য়ে তিন বছর ধরে চলা সংঘাত পরিস্থিতিতে সমাপ্তি টানতে চান তিনি। সেই সূত্র ধরেই আমরা এবার ইউক্রেনকে দেওয়া সামরিক অনুদান বন্ধের ঘোষণা করেছি।’ এদিকে জেলেনস্কি দাবি করেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব, এই যুদ্ধকে বন্ধ করতে হবে।’