আন্তর্জাতিক

বিধ্বংসী দাবানলের জেরে স্থানীয় প্রশাসনকে “অপদার্থ” বলে তোপ দাগালেন ট্র্যাম্প

Trump blasted the local administration as a "scumbag" due to the devastating wildfires

Truth Of Bengal : দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলস। পুড়ে গিয়েছে অন্তত ১২ হাজারের মত বাড়ি। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই মাথা গোজার ঠাঁই হারিয়েছেন। এই বিধ্বংসী দাবানলের পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে এবার তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হবু প্রেসিডেন্ট এর মতে স্থানীয় প্রশাসন যথেষ্ট গাফিলতি করছে, যে কারণে এই আগুন তীব্র আকার ধারণ করেছে।

বিগত বেশ কয়েকদিন ধরেই দাবানলের পুড়ে ছারখার হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলস। এই ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। আগামী দিনে এই পরিস্থিতি আরো খারাপ হবার সম্ভাবনা রয়েছে। কারণ আগুন নেভাতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। মিলছে না পর্যাপ্ত পরিমাণে জল। যে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ছে লোকালয়ে তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে জল। আর সেটারই যোগান দিতে অক্ষম হচ্ছেন দমকল কর্মীরা। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে চিন্তায় মাথায় হাত স্থানীয় প্রশাসনের। আর প্রশাসনের এই চিন্তার কথা ভেবেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন ট্রাম্প। সেই কারণেই তিনি স্থানীয় প্রশাসনকে অপদার্থ বলে সম্মোধন করেছেন।

এখনো পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নি ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন প্রেসিডেন্ট হিসেবে। আর তার আগেই এই বিধ্বংসী দাবানলের রীতিমত গ্রাস করেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস প্রদেশকে। আর এই দাবানলের পুরোটাই চাপানো হচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্রেটিক নেতা নিউসমের উপর। তবে এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে গ্যাভিন নিজেও। তিনি জানিয়েছেন ট্রাম্প নিজে এসেই গোটা পরিস্থিতি পরিদর্শন করে যাক।

Related Articles