আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনী থেকে বহিষ্কার হবেনা রুপান্তরকামীরা, ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

Transgender people will not be expelled from the US military, court orders stay on Trump's order

Truth Of Bengal : আমেরিকার সেনাকর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। সেনাবাহিনীতে আর নেওয়া হবেনা রুপান্তরকামীদের। আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর জানুয়ারি মাসেই এমন কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার সেই সিদ্ধান্তের বদল ঘটল। সে দেশের আদালতের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হল এই নির্দেশের উপর। এই স্থগিতাদেশ জারি করা হয়েছে মঙ্গলবার। ওয়াশিংটনের নিম্ন আদালতের বিচারক অ্যানা রেয়েস ট্রাম্পের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছেন।

তিনি জানিয়েছেন ট্রাম্পের এই নির্দেশ সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করছে। আরও জানিয়েছেন, এই নিয়ে আদালতে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে সমস্ত সেনা কর্মীরা দেশের সেবা করার জন্য দিন রাত এক করে দেয়, তারদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানান উচিত। গণতন্ত্র মানেই সেখানে দ্বিমত থাকবেই। অ্যানার দেওয়া এই রায়ে খুশি মামলাকারী ১৪ জন রূপান্তরকামী সেনাকর্মী। একজন রুপান্তরকামী সেনার মতে আগামী সপ্তাহেই সেনাবাহিনী থেকে বের করে দেওয়ার কথা ছিল, তাই এই রায়ের জন্য এতদিন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলেন তিনি। আদালতের এই রায়ে এবার স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। সে আরও জানিয়েছে সেনাবাহিনীতে বহু কষ্টে সে চাকরি পেয়েছে, শুধুমাত্র রুপান্তরকামী হওয়ার জন্য যদি তাকে এইভাবে সেনাবাহিনী ছাড়তে হয় তাহলে তাঁর গড়া স্বপ্ন ভেঙে যাবে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ট্রাম্প কোন মন্তব্য করেননি।

 

Related Articles