আন্তর্জাতিক

মর্মান্তিক পথ দুর্ঘটনা,পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু হল আরও ২ জনের, আহত আরও ৩ জন

Tragic road accident, two children killed, two others injured in road accident

Truth of Bengal: বছর শেষ হতে চলল, তবুও লাগাতার হতেই আছে পথ দুর্ঘটনা। চলতি বছরে একের পর এক দুর্ঘটনার খবর পাওয়া গেছে বাংলাদেশে। আর এবার ফের আরও এক পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শেরপুরের নকলা উপজেলায় এক পিক আপ ভ্যানের সঙ্গে জোড় সংঘর্ষ হয় অটোরিকশার। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে প্রাণ গেছে নারী ও শিশু সহ ৪ জনের। পিক আপ ভ্যান ও অটোরিকশার রীতিমত মুখোমুখি সংঘর্ষ লাগে শেরপুর ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে। বুধবার দুপুরের দিকে ঘটে এই দুর্ঘটনা।

এই পথ দুর্ঘটনায় প্রাণ বলি গেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা যার বয়স মাত্র ১০ বছর। ১৫ বছরের তাজেন যিনি শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মশাইয়ের পুত্র। যে মহিলার মৃত্যু হয়েছে তার নাম সুবিনা বেগম। বয়স মাত্র ২০ বছর। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের বাসিন্দা। একই সঙ্গে প্রাণ গেছে অটো চালকেরও। যার নাম আলাল উদ্দিন । তার বয়স ৩৫ বছর। তিনি উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা । আহত হয়েছে আরও ৩ জন। তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তারা সকলেই ভর্তি আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ।

বুধবার দুপুর ১২ টা থেকে ১২ ৩০ এর মধ্যে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পরেই পুরো দুমড়ে মুচড়ে যায় অটো রিক্সা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন যাত্রীর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পাশাপাশি স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রথমে আহতদের উপজেলার এক স্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসা হলেও পরের দিকে তাঁদের রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই আরও ২ জনের মৃত্যু হয় বলে খবর। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles