আন্তর্জাতিক

লিভারপুলের বিজয় মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া গাড়ির তাণ্ডবে আহত বহু

Tragic accident at Liverpool victory parade! Many injured in reckless car rampage

Truth of Bengal:  লিভারপুলের প্রিমিয়ার লিগ (ইপিএল) জয়ের আনন্দে আয়োজিত বিজয় শোভাযাত্রায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার লিভারপুল শহরের রাস্তায় চলা মিছিলের মধ্যে আচমকাই দ্রুতগতিতে একটি গাড়ি ঢুকে পড়ে। এরপরেই গাড়িটি  অন্তত ৫০ জনকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের মধ্যে ২৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে চারজন শিশু। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। লিভারপুলের দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগ জয় উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় দলের ফুটবলার, কোচ ও কর্মকর্তারা হুডখোলা বাসে শহর পরিক্রমা করছিলেন। প্রিয় দলের এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে রাস্তায় ভিড় করেছিলেন হাজার হাজার সমর্থক। ঠিক সেই সময়েই ঘটে দুর্ঘটনাটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি হঠাৎ করেই মিছিলে ঢুকে কয়েকজনকে ধাক্কা দেয় এবং পরে গতি কমানোর চেষ্টা করে। তবে অনেকেই মনে করছেন, গাড়িচালক ইচ্ছাকৃতভাবেই আবার গতি বাড়ান ও আরও অনেককে ধাক্কা মারেন। আহতদের অধিকাংশ এখন চিকিৎসাধীন। পরে জনতার রোষের মুখে পড়লেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে ৫৩ বছর বয়সি এক ব্রিটিশ নাগরিককে, যিনি গাড়িটি চালাচ্ছিলেন। স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি কার্যকলাপের যোগ নেই।

তবে কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। ওই ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন।  লিভারপুলের এই আনন্দযাত্রায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles