আন্তর্জাতিক

তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার! ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে সামিল বাংলাদেশও

Tilottma is vocal for justice! Bangladesh is also participating in the 'Girls' Night Occupy' program

Truth Of Bengal: এপার বাংলার পাশে ওপার বাংলাও! আরজি কর কাণ্ডে ‘তিলোত্তমার’ বিচার চেয়ে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি অভিযান অনুকরন করে শুক্রবার রাত জাগল বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বন্দরনগরী চট্টগ্রাম। নারীর সুরক্ষা সহ মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের যথাযথ শাস্তির দাবি চেয়েছেন তাঁরা।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডাকে ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’ (মেয়েরা রাত দখল করো) কর্মসূচির পালন করা হয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, শহরের বহু পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই একই কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মহিলাদের উপস্থিতি সমস্ত জায়গায় নজর কারছিল।

বুধবার মধ্যরাতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আরজি করের মহিলা চিকিৎসকের মৃত্যুর দোষীদের শাস্তি দেওয়ার এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বহু মানুষ পথে নেমেছিলেন। সেই ছবি এবার বাংলাদেশেও। নানা পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বিপ্লব উদ্যানে জড়ো হয়েছিলেন প্রতিবাদী পড়ুয়া সহ একাধিক মানুষ। মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মিছিল নিয়ে ষোলশহর পর্যন্ত যান পড়ুয়ারা। কদিন আগে পর্যন্ত ওপার বাংলায় আন্দোলনের এক অন্য রূপ ছিল কিন্তু এখন প্রতিবাদের সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা দিল।

Related Articles