আন্তর্জাতিক

এবার ইউক্রেন সফরে যেতে চলেছেন নরেন্দ্র মোদি, তবে কি এবার যুদ্ধে ইতি?

This time, Narendra Modi is going to visit Ukraine, but is this the end of the war?

The Truth of Bengal : কিছুদিন আগে রাশিয়া সফর করেছিলেন। এবার ইউক্রেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমন যুযুধান দুই দেশ সফরে বিশেষ কূটনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, আগামী মাসেই ইউক্রেন যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর আলোচনা হতে পারে।

গত জুন মাসে ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তারপর সম্প্রতি রাশিয়া সফর সেরে আসেন। এই সফরে প্রধানমন্ত্রীকে রাশিয়ার সর্বোচ্চ দেওয়া হয়। সেই রাশিয়া সফর শেষ করে কয়েকদিনের মধ্যে ইউক্রেন সফরে যেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে নরেন্দ্র মোদির। ফলে কূটনৈতিক মহল মনে করছে, নরেন্দ্র মোদির দৌত্যে এবার হয়তো যুদ্ধে ইতি পড়তে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল দুই দেশের মধ্যে। বিশ্বের বিভিন্ন মহল থেকে যুদ্ধ বন্ধ করার বার্তা দেওয়া হলেও কোনও দেশ তাতে সাড়া দেয়নি। টানা যুদ্ধ চলে আসছে দুই দেশের মধ্যে। এমন আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার পর এবার ইউক্রেন সফর নিয়ে কৌতূহলি বিশ্ব। ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর বৈঠকের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম বার মুখোমুখি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই মোদি পুতিনকে বলেছিলেন, ‘‘এটা যুদ্ধের সময় নয়।’’ এছাড়াও আরও একাধিকবার দুই দেশের কাছে যুধ বিরতির আহ্বান জানিয়েছে মোদি। এবার পরর দুই দেশে সফর করতে চলছেন তিনি। আন্তর্জাতিক মহল যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

Related Articles