বিশ্বের সবচেয়ে ছোট ট্রেন, যা যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেন ১ মিনিটেরও কম সময়ে
The world's shortest train, which takes passengers to their destinations in less than 1 minute

The Truth Of Bengal: ট্রেনে চড়েননি এমন মানুষ দেখা মেলা ভার। ট্রেনে চড়ে প্রকৃতি দেখতে দেখতে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে মানুষ বেশ পছন্দই করেন। ট্রেনে চড়ে কখনও যাত্রা হয় ৩ দিনের, আবার কখনও ২৪ ঘণ্টার মধ্যে মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যে। সাধারণত যারা ভারতে থাকেন তারা ট্রেনের কামরা অর্থাৎ বগি দেখেছেন অনেক গুলো। কিন্তু কখনও কি শুনেছেন দুটি বগির ট্রেন আপনাকে পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাও আবার হাতে গোনা ৩ মিনিটের মধ্যে। অবাক হলেও এই পরিষেবা চালু রয়েছে লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা।
এই ট্রেন চলে ন্যারোগেজ রেলের মতো। খাড়া পথের মধ্যে দিয়ে এই ছোট্ট ট্রেন তার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন ১ মিনিটের মধ্যে। ট্রেনের মধ্যে যে দুটি বগি আছে সেই বগি দুটির নাম অলিভেট এবং সিনাই। ট্রেনে দুটি বগি থাকায় ট্রেনের যাত্রী সংখ্যা এবং কর্মী সংখ্যা অন্যান্য ট্রেনের চাইতে কম। হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিট নামক দুটি জায়গাকে এই ট্রেন যুক্ত করেছে লস অ্যাঞ্জেলেসের তৃতীয় রাস্তার টানেলের সঙ্গে। এই ট্রেন নিয়ে রয়েছে অজস্র প্রতিবেদন।
তারই একটি থেকে জানা গেছে এই ট্রেন ৫০ বছরে প্রায় ১০ কোটির ও বেশি যাত্রীদের তাদের নিজের গন্তব্যে পৌঁছে দিয়েছে। লস অ্যাঞ্জেলসে এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। জানা গেছে ১৯০১ সালে এই ট্রেন চালু করেছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেডব্লু এডি। এই ট্রেন দুর্ঘটনা জনিত কারণে বন্ধও হয়েছে বহুবার। তবে ২০১৭ সালের পর এই ট্রেন চালু হয় পুনরায়। আর টা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। এই ট্রেনর পরিষেবা ইদানিং কালে চালু রয়েছে লস অ্যাঞ্জেলসে ঘুরতে আসা পর্যটকদের জন্য।