ভরা স্টেডিয়ামে স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডোনাল্ড ট্রাম্পের! ভাইরাল সেই ছবি
The viral picture of Donald Trump kissing his wife in a packed stadium

Truth Of Bengal: স্ত্রীর ঠোঁটে ঠোঁট। গভীর চুম্বনে মত্ত মার্কিন প্রেসিডেন্ট। ঝড়ের বেগে ভাইরাল ‘প্রেমিক’ ট্রাম্পের সেই ছবি। ছবি দেখে সামাজিক মাধ্যম জুড়ে জোর চর্চা। নেটিজেনরা দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।
ঘটনার বিবরণে জানা যায়, ছবিটি একটি স্টেডিয়ামের। যেখানে বাস্কেটবল খেলা চলছিল। খেলা উপভোগ করতে গিয়েছিলেন স্বস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প। সেই ভরা স্টেডিয়ামেই স্ত্রী মেলানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছেন ট্রাম্প। ৭৮ বছরেও প্রেমিক সত্ত্বা ধরে রেখেছেন ট্রাম্প, বলছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার বলছেন, মেলানিয়াকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন, কেউ আবার ইচ্ছে প্রকাশ করছেন তিনি যদি মেলানিয়ার যদি মেলানিয়ার জায়গায় থাকতেন। সবমিলিয়ে নেটদুনিয়ায় তুমুল হৈচৈ।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বরাবরই চর্চা লেগে থাকে। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও লাইমলাইটে থাকে। ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়ার সম্পর্ক নিয়েও অনেক আলোচনা রয়েছে। এমনকি, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিয়ে তাঁকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। নিউ ইয়র্কের আদালত গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। সেসময় স্বামীর সঙ্গে বনিবনা ছিল না মেলানিয়ার। এমনই জল্পনা চলছিল সামাজিক মাধ্যমে। যদিও এবিষয়ে ট্রাম্প বা মেলানিয়া কেউই প্রকাশ্যে নিজেদের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলতে চাননি।
তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পরে এক ফ্রেমে দেখা যায় ট্রাম্প এবং মেলানিয়াকে। গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই বিজয় ভাষণের মাঝে স্ত্রীকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। তারপরেই ফের জল্পনা বাঁধে তাহলে কি এবার দূরত্ব মিটতে চলেছে এই যুগলের মধ্যে। আর এই জল্পনায় আরও ধার দিল এদিনের ভাইরাল ছবি।