খাঁচায় ঢুকে বাঘকে খোঁচা মহিলার, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও
The video of the woman who entered the cage and punched the tiger went viral instantly

Truth Of Bengal: বাঘ মামার সান্নিধ্যে পেতে পিছু হটলো না মহিলা। বুক ভরা সাহস নিয়ে রবিবার নিউ জার্সির কাম্বারল্যান্ড কাউন্টির কোজানচিক চিড়িয়াখানায় সোজা বাঘের খাঁচায় ঢুকে পড়লো এক মহিলা। মহিলার সাহসের তারিফ করতেই হয়।যা কেউ স্বপ্নেও বাঘের কাছে পৌছনোর কথা ভাবতে পারে না, সেই কাজই করে দেখালো মহিলা। কলকাতায় বাঘের খাঁচায় ঢুকে পড়ার ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিল আমেরিকার নিউ জার্সির ঘটনাকে।
তবে মহিলাটি চিড়িয়াখানায় সোজা বাঘের খাঁচায় ঢুকে ওখানেই থেমে থাকেননি, সেখানে রয়্যাল বেঙ্গলকে ক্রমাগত খোঁচাতে দেখা গেলো মহিলাটিকে। খোঁচানোর ঘটনায় বাঘ মামা নিজেই স্তম্ভিত হয়ে যায়। একটি কালো টি শার্ট পরে ওই মহিলাকে বাঘের থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে থেকে সমানে বাঘটিকে খোঁচানোর চেষ্টা করছেন। মহিলার এই কান্ড দেখে কিছুক্ষণের জন্য তাজ্জব হয়ে যায় সাত বছরের, ৫০০ পাউন্ডের এই অতিকায় প্রাণীটিও।
কিছুক্ষন থমকে থাকার পর বাঘ মামা গর্জন শুরু করতেই সেখান থেকে চম্পট দেয় ওই মহিলা। তবে বাঘের খাঁচায় ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়, এর আগেও এরকম ঘটনার সাক্ষী থেকেছে আলিপুর চিড়িয়াখানায়। সালটা ছিল ১৯৯৬। দুই মত্ত যুবক কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আচমকাই ঢুকে পড়েন বাঘকে মালা পরানোর জন্য। তবে ওই দুই মত্ত যুবক আর বেঁচে ফেরেনি।বাঘের আক্রমণে দুজনেরই প্রাণ চলে যায়।এই ঘটনার পরে কিছু বছর আগে আবারও বাঘের খাঁচায় ঢুকে পড়ার মতো ঘটনা সামনে এসেছিল, সেই আলিপুর চিড়িয়াখানাতেই। তবে এবারের ঘটনাস্থল কলকাতা নয়, তা আমেরিকা।
আমেরিকার ব্রিজটন পুলিশ দফতর জানিয়েছে, ওই মহিলাকে ইতিমধ্যেই তাঁরা খুঁজতে তৎপর হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও তাঁদের মুছে ফেলতে দেখা গিয়েছে। বাঘকে স্পর্শ করার ঘটনায় ইতিমধ্যেই একজন নেটাগরিক লেখেন, “এইসব বোকা মানুষদের জন্যই বন্যপ্রাণীদের হত্যা করা হয়। অথচ এঁদের কোনও দোষই থাকে না।”