আন্তর্জাতিক

বিক্ষোভের আঁচে জ্বলছে বাংলাদেশ! ভাঙা হল ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবরের ভাস্কর্য

The statue of 'Bangabandhu' Sheikh Mujibur was broken

The Truth Of Bengal: সোমবার বিকেল সাড়ে ৩টের দিকে একদল জনতা ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে। সোমবার সেনাবাহিনীর চাপে পদত্যাগ পত্র জমা দিয়ে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, আর তার পরেই এই ঘটনা ঘটায় একদল মানুষ।

২০২৩-এর ১০ নভেম্বরে এই মূর্তি নির্মাণ করে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। ‘মৃত্যুঞ্জয়’ নামে শেখ মুজিবুর রহমানের এক ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, ‌২০২১-২০২২ সালে বিজয় দিবসের প্যারেডে এই মূর্তি প্রদর্শিত হয়েছিল, এই এলাকার মধ্যস্থলে ওই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। ওই সাতটি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ-স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও অবদান তুলে ধরেছে ওদেশের সেনাবাহিনী।

এদিকে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আন্দোলনের জেরে উতপ্ত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বঙ্গভবন থেকে বেলা আড়াইটে নাগাদ নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে উরে যান শেখ হাসিনা।

Related Articles