আন্তর্জাতিক
Trending

গায়ে আগুন, তুলকালাম ওয়াশিংটন ডিসিতে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সৈনিক !

The soldier is fighting with death

The Truth Of Bengal : সেনার বেশে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। দাউ দাউ করে জ্বলছে তাঁর শরীর। কন্ঠ ছেড়ে আওয়াজ তুলছেন ,মুক্ত প্যালেস্টাইন চাই। আতঙ্কে পথচারীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। ইজরায়েলের দূতাবাসের বাইরে  ওয়াশিংটন ডিসিতে এই অগ্নিকাণ্ডের সাক্ষী থাকেন অসংখ্য মানুষ। কেন এই ব্যক্তি ? কেন গায়ে   তিনি নিজের গায়ে  আগুন দেন  ? আবার সেই শিউরে ওঠা ঘটনার লাইভ স্ট্রিমিং দেখা যায়।

আত্মাহুতি দেওয়া জওয়ানের পরিচয় পেতে হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের বাসিন্দারা। যখন পুলিশ কর্তারা স্পটে যান,তখন তিনি অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে যান।সঙ্গে সঙ্গে মার্কিন  সিক্রেট সার্ভিসের সদস্যরা তাঁর শরীর থেকে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যান।

জানা যায়,তিনি আসলে,অ্যারোন বুশনেল।একথা মার্কিন প্রশাসনিক স্তরে সাড়া ফেলে দেয়।যুদ্ধকালীন তত্পরতায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা হয়।এখনও তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

 

FREE ACCESS

Related Articles